সিলেটেপোস্ট ডেস্ক::সিলেট জেলা আইনজীবী সমিতির তিন নম্বর বারের তৃতীয় তলার ঢালাই শেষ হয়েছে। শুক্রবার এর তৃতীয় তলার ছাদ ঢালাই সম্পন্ন হয়। ঢালাই কার্যক্রম পরিদর্শন করেন আইনজীবী সমিতির সভাপতি শামসুল হক সাহেব ও সেক্রেটারি মাহফুজুর রহমান প্রমুখ।
তৃতীয় ও চতুর্থ তলার কাজ চলছে মমতা কনস্ট্রাকশনের অধীনে। কয়েকদিনের মধ্যে চতুর্থ তলার ঢালাই কাজের প্রস্তুতি শুরু হবে জানিয়েছেন সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান।
ঢালাই কাজের শুরুতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার জীবন আলম হাওলাদার ও ইঞ্জিনিয়ার রাজু আহমেদ চৌধুরী প্রমুখ।
মমতা কনস্ট্রাকশন পূণ্যভূমি সিলেটের একটি অতি আধুনিক ও পুরনো নির্মাণ প্রতিষ্ঠান, সফলতার সাথে সারা বাংলাদেশে মমতা কনস্ট্রাকশন নির্মাণ কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। কাজের গুনগত মান নিয়েও সন্তুষ্ট আইনজীবী সমিতি।
সংশ্লিষ্টরা জানান, ৩ নং বারের কাজ শেষ হলে সিলেটের আইনজীবী ও সেবাপ্রদান কার্যক্রম আরো সুন্দর হবে। আইনজীবী ও মক্কেলরা বড় পরিসরে সেবা প্রদান ও সেবা গ্রহণ করতে স্বাচ্ছন্দ্য পাবেন।