হেলাল আহমদ বালাগঞ্জ প্রতিনিধি::মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত। সিলেট জেলার বালাগঞ্জ উপজেলার ১নং পূর্ব পৈলনপুর ইউনিয়নের ঐয়া গ্রামের রিসান মিয়ার পরিবার কে পূর্ব পৈলনপুর ইউনিয়ন সমাজ কল্যাণ সমিতি ইউ কে এর পক্ষ থেকে এক লক্ষ দুই হাজার পাঁচ শত টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়, এসময় উপস্থিত ছিলেন পূর্ব পৈলনপুর ইউনিয়ন সমাজ কল্যাণ সমিতির পক্ষে যুক্তরাজ্য প্রবাসী নিজামুল হক নাজমুল, ১নং পূর্ব পৈলনপুর ইউনিয়নের চেয়ারম্যান শিহাব উদ্দিন শিহাব, ১নং ওয়াডের ইউ পি সদস্য শহিদ মিয়া, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাবুল মিয়া, সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। মৃত্যু কালে তিনি স্ত্রী, ৩ কন্যা ও ১ পুত্র সন্তান রেখে যান, তাদের ধৈর্য্য ধারন ও সুস্থ্যতার জন্য সকলের দোয়া কামনা করছি, পূর্ব পৈলনপুর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ও আমার ব্যাক্তিগত পক্ষ থেকে পূর্ব পৈলনপুর ইউনিয়ন সমাজ কল্যাণ সমিতির সকল সদস্যদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই মানবতার কল্যাণে মানবিক এই সহায়তা প্রদানের জন্য।