
সুনামগঞ্জ দোয়ারাবাজার উপজেলার আজমপুর এলাকায় গেলো জুলাই মাসে উপজেলা প্রশাসনের তত্তাবধানে প্রায় ১১০টি পরিবারকে পুনর্বাসনের জন্য আশ্রয়ন প্রকল্পের ১১০টি নির্মাণ কাজ শুরু হয়। ইতিমধ্যে ৫৫টির কাজ প্রায় শেষের দিকে। কিন্তু এসব ঘর নির্মাণে ব্যপক অনিয়মের অভিযোগ করেন স্থানীয়রা। ঘরে রডের পরিবর্তে বাঁশ আবার বেশিরভাগ ঘরে পিলার ও লিন্টারে ৪ সুতার ৪ টি রড ব্যবহার করার কথা থাকলেও দেখা যায় প্রত্যেকটি ঘরে ব্যবহার করা হয়েছে শুধুমাত্র একটি রড তাও নিম্নমানের, এমনকি বালু ও সিমেন্টও ব্যবহারেও করা হয়েছে অনিয়ম
যেকোন সময় ভেঙে পড়ে যেতে পারে ঘরগুলো।
স্থানীয়দের অভিযোগের এমন খবরে শুক্রবার রাতে আধারেই উপজেলা প্রশাসন ঘরের কাজে অনিয়ম পেলে ভেঙে ফেলেন ৫ টি ঘর বাকি আরো ৫০ টি ঘরের করা হচ্ছে পরীক্ষা নিরীক্ষা। তবে সবগুলো ঘরেই এমন অনিয়মের অভিযোগ তুলেছেন স্থানীয়রা।
যদিও প্রশাসন থেকে এসব অভিযোগের সত্যতা স্বীকার করে জানালেন ঘরগুলো নির্মাণে এমন অনিয়ম কোনভাবেই মেনে নেয়া হবেনা যারা কাজ করেছে তারা পলাতক তবে দোষী সবার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে সট ফয়সাল আহমদ সহকারি কমিশনার (ভুমি)।