ওসমানীনগর প্রতিনিধি::ওসমানীনগর এসোসিয়েশন অব্ আমেরিকা ইন্ক এর পক্ষ থেকে সিলেটের ওসমানীনগরের বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়েছে। রবিবার বিকালে উপজেলার মঙ্গলচন্ডী নিশি কান্ত মডেল উচ্চ বিদ্যালয়ের হল রুমে অনুষ্টিত সভায় প্রায় ২ শতাধিক বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ কার হয়।
যুক্তরাষ্ট্র প্রবাসী ওসমানীনগর এসোসিয়েশন অব্ আমেরিকা ইন্ক এর সাবেক সাধারণ সম্পাদক এম এ সালামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,উমরপুর ইউপি চেয়ারম্যান,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি গোলাম কিবরিয়া, গোয়ালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পীর মজনু মিয়া, তাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অরুনোদয় পাল ঝলক,সাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেদ আহমদ মুছা, দয়ামীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসটিএম ফখর উদ্দিন, উসমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়ালি উল্যাহ বদরুল,পশ্চিম পৈলনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী চৌধুরী সুমন, বুরুঙ্গা বাজার ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দিপঙ্কর দেব শিবু।
স্বাস্থ্য পরিদর্শক আব্দুস সালাম ও শিক্ষক আরশ আলীর সম্মন্নয়ে অনুষ্টিত বিতরনী কার্যক্রমে বক্তরা বলেন, ওসমানীনগরএসোসিয়েশন অব্ আমেরিকা ইন্ক প্রতিষ্ঠালগ্ন থেকে আর্তমানবতার সেবায় কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় বন্যার্ত মানুষের কল্যানে প্রবাসীরা কার্যক্রম অব্যাহত রেখেছেন। অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষদের সাধ্যমতো আর্থিক সহায়তাসহ বিভিন্ন ধরনের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। মানবতার কল্যানে এগুলো অব্যাহত রাখার আহব্বান জানান তারা।
অনুষ্টানে, মঙ্গলচন্ডী নিশিকান্ত মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধাণ শিক্ষক শহিদ হাসান,উপজেলা আওয়ামীলীগের সংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান, ইউপি সদস্য বেলাল আহমদমহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন।