
মারধরের অভিযোগ। এ ঘটনায় রবিবার (২২ আগস্ট)
ছেলের বাবা বাদী হয়ে দোয়ারাবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ভুক্তভোগী ছাইদুল ইসলাম উপজেলার সুরমা ইউনিয়নের টেংরা টিলা গ্রামের ইদ্রিস আলীর ছেলে।
অভিযুক্তরা হল আলীপুর গ্রামের মৃত আতর আলীর ছেলে আহমদ আলী(৩০),একই গ্রামের মৃত হারিছ আলীর ছেলে ইকবাল হোসেন(৩২) ও মৃত নানু মিয়ার ছেলে হাকিম আলী।
ভুক্তভোগী ছাইদুল ইসলাম রবিবার সকাল ১১ ঘটিকার সময় আহমদ আলীর বাড়ির পাশে রাস্তা দিয়ে যাওয়ার পথে ছাইদুল ইসলামের ও অভিযুক্ত আহমদ আলী কথা-কাটাকাটি হাতাহাতির ঘটনা ঘটে। উক্ত বিরোধের জেরে বিকাল ৪.৩০ ঘটিকার সময় রাস্তা দিয়ে যাওয়ার পথে আমার ছাইদুর ইসলামকে নিয়ে তাকে মারধর করে। এতে হাতের আঙ্গুলে জখম ও শরীরের বিভিন্ন স্থান জখম হলে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিতে হয়েছে।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) দেব দুলাল ধর জানান, এ বিষয়ে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।