
মঙ্গলবার (২৩ আগষ্ট )দুপুরে উত্তর ঘিলাতলী নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত তাহমীনা উত্তর ঘিলাতলী গ্রামের আবু তাহেরের মেয়ে ও উপজেলার বোগলাবাজার ইউনিয়নের সোনাছড়া গ্রামের প্রবাসী শামীমের স্ত্রী। বিষয়টি নিশ্চিত করেন দোয়ারাবাজার থানার এস আই মিজানুর রহমান।
পারিবারিক সুত্রে জানাযায় , ৬মাস আগে মোবাইলের মাধ্যেমে বিয়ে হইছিল উপজেলার বোগলাবাজার ইউনিয়নের সোনাছড়া গ্রামের বিল্লাল মিয়ার ছেলে প্রবাসী শামীমের সাথে। বিয়ের পর থেকে স্বামীর সঙ্গে ঝগড়া লেগে থাকত। সবশেষ মঙ্গলবার স্বামীর সাথে মোবাইলে কথা বলে ঝগড়া করে অভিমানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ দেবদুলাল ধর বলেন,খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তবে পরিবারের কেউ এখনও অভিযোগ বা মামলা করেননি।