মোঘল সুমন শাফকাত, বানারীপাড়া::ভোলায় বিএনপির দুই নেতা পুলিশের গুলিতে নিহত ও বর্তমান জ্বালানী তেলের মূল্য বৃদ্ধি সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের র্উধ গতির প্রতিবাদে বরিশালের বানারীপাড়ায় বিএনপির প্রতিবাদী বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে বন্দর বাজারের দলীয় কার্যালয়ের সামনের সড়কে ভাসমান এক মঞ্চে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেছেন বরিশাল জেলা বিএনপির আহবায়ক এ্যাডভোকে মজিবুর রহমান নান্টু।
সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট আক্তার হোসেন তালুকদার মেবুল। বানারীপাড়া থানা বিএনপির সাধারন সম্পাদক রিয়াজ মৃধার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন থানা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ শাহ আলম মিয়া। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি নান্না হাওলাদার, সম্পাদক আব্দুস সালাম, থানা যুবদলের আহবায়ক সুমন হাওলাদারসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা। সভা শেষে ২৭
আগষ্ট পৌর বিএনপির প্রতিবাদী সভা করার ঘোষনা দেয়া হয়েছে।