সুনামগঞ্জ প্রতিনিধি:;বৃহস্পতিবার সকালে স্পেশাল প্রাইভেট লিমিটেড এ পড়াকালীন নিম্নবিত্ত প্রায় ৫০% শিক্ষার্থীদের লেখাপড়ার মানোন্নয়নের জন্য ও ঝড়ে পড়া রোধ কমানোর জন্য শিক্ষা সামগ্রী (খাতা-কলম,জ্যামিতিবক্স ও ক্যালকুলেটর) ইত্যাদি প্রদান করেন প্রতিষ্ঠানের পরিচালক ও প্রধান শিক্ষক রাকিব আলী। তিনি লিমিটেড-এ অধ্যায়নরত শিক্ষার্থীদের ও শিক্ষকদের জানান, সু-শিক্ষার মানোন্নয়নের জন্য ও ঝড়ে পড়া রোধ কমানোর জন্য আমি যতো সম্ভব আরো অনেক কিছু দেবো। যাতে কোনো শিক্ষার্থীই ঝড়ে না পড়ে আর এই প্রতিষ্ঠান থেকে ভালো মানের শিক্ষা পায় প্রত্যেকটা শিক্ষার্থী।
তাঁরা আমাদের ভবিষ্যৎ, আগামীর প্রজন্ম। শিক্ষকদের প্রতি তিনি প্রত্যেকটা শিক্ষার্থীকে সমানভাবে সু-নজরে দেখার আহ্বান জানান। তিনি আরো জানান, কয়েকটা সংস্থা আমার সাথে কাজ করে। আমি প্রত্যেকটা সংস্থায় এ ব্যপারে আলাপ করেছি। সংস্থাগুলো জানায়, বছর শেষে নিম্নবিত্তহ প্রত্যেকটা শিক্ষার্থীকে স্কুলড্রেস, নতুন গাইড বই (নোটবই) ও আর্থিকভাবে উপবৃত্তির টাকাসহ আরো অনেক কিছু প্রদান করবো। যা শুধুমাত্র রাকিব আলী স্যার পরিচালিত স্পেশাল প্রাইভেট লিমিটেড এর শিক্ষার্থীরাই পাবে।
পঠিত : 134
সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন