জগন্নাথপুর প্রতিনিধি::সুনামগঞ্জের জগন্নাথপুরে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে করা মামলায় ডাকাতি, অপহরণসহ একাধিক মামলার আসামি আব্দুল হাশিমকে (৩৯) গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল শুক্রবার আসামিকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। হাশিম উপজেলার আশারকান্দি ইউনিয়নের ঐয়ারকোনা গ্রামের মৃত ইছকন্দর আলীর ছেলে।
পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে হাশিম একই গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। গত ১৮ আগস্ট সকাল সাড়ে ৯টার দিকে ওই ছাত্রীকে বাড়িতে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করে হাশিম। ওই ছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। পরে হাশিম উপস্থিত সাক্ষীদের ভয়ভীতি দেখিয়ে চলে যায়।
গত বৃহস্পতিবার এ ঘটনাটি উল্লেখ করে জগন্নাথপুর থানায় ওই স্কুলছাত্রীর বাবা মামলা দায়ের করেন। পরে পুলিশ রাতেই আসামিকে সিলেটের মদিনা মার্কেট এলাকা থেকে গ্রেপ্তার করে।
বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান সিলেটপোস্টকে বলেন, কুখ্যাত ডাকাত হাশিমের বিরুদ্ধে জগন্নাথপুর থানায় ডাকাতি, অপহরণসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে।