বালাগঞ্জ প্রতিনিধি::বালাগঞ্জ উপজেলার ১নং পূর্ব পৈলনপুর ইউনিয়নের হামছাপুর উত্তর পাড়া নিবাসী অত্র এলাকার প্রবীণ মুরব্বি মোঃঅজুদ মিয়া (কবিরাজ) সাহেব, ২৭শে আগষ্ট ২০২২ইংরেজী,শনিবার আনুমানিক দুপুর ২ঃ২০ মিনিট সময় উনার নিজ বাড়িতে ইন্তেকাল হইয়াছেন,
ইন্না_লিল্লাহি_ওয়া_ইন্না_ইলাইহি_রাজিউন,,,,,,,,৷
তাঁহার জানাযার সালাত, ২৭শে আগষ্ট ২০২২ইংরেজী,শনিবার বাদ এশা ৮.৩০ মিনিটের সময় হামছাপুর কেন্দ্রীয় জামে মসজিদ ময়দানে অনুষ্টিত হইবে।
আমি হেলাল আহমদ তাঁহার রুহের মাগফিরাত কামনা করছি ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি আল্লাহতালা তাঁকে ক্ষমা করুন এবংজান্নাতুল ফেরদৌস নসীব করুন।””আল্লাহুম_মাগফিরলাহু, আল্লাহুম্মা_ছাব্বিতহু””।