বালাগঞ্জ প্রতিনিধি :ওয়ার্ল্ড বাংলা ফাউন্ডেশন বালাগঞ্জ উপজেলার শাখার পক্ষ থেকে বালাগঞ্জ উপজেলার ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত প্রতিবন্ধী মানুষের মধ্যে নগদ অর্থ ও ঘর মেরামতের জন্য টিন বিতরন হয়েছে ।২৮শে আগষ্ট রবিবার, দুপুর ২ ঘঠিকার সময় বোয়ালজুড় বাজারে । ওয়ার্ল্ড বাংলা ফাউন্ডেশন বালাগঞ্জ উপজেলা শাখার সহ সভাপতি আব্দুস শহিদ জাহাদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুস শহিদ এর পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড বাংলা ফাউন্ডেশনের উপদেষ্টা ও বোয়ালজুড় ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান ও বালাগঞ্জ উপজেলা আওয়াামী লীগ এর সাধারণ সম্পাদক আনহার মিয়া।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-বোয়ালজুড় ইউনিয়ন জাতীয় পার্টির সহ সভাপতি আব্দুল কুদ্দুছ লকুছ ও ওয়ার্ল্ড বাংলা ফাউন্ডেশন বালাগঞ্জ উপজেলা শাখার যুগ্ন সাধারন সম্পাদক ক্বারী আক্তারুল ইসলাম, ওয়ার্ল্ড বাংলা ফাউন্ডেশন বালাগঞ্জ উপজেলা শাখার উপ দপ্তর সম্পাদক সাংবাদিক হেলাল আহমদ , ওয়ার্ল্ড বাংলা ফাউন্ডেশনের সকল নেতৃত্ববৃন্দ। ধন্যবাদ জানাই ওয়ার্ল্ড বাংলা ফাউন্ডেশনের এর কেন্দ্রীয় কমিটির সভাপতি যুক্তরাজ্য প্রবাসী জনাব সায়াদ মিয়া কাজল ভাইকে এই কঠিন সময়ে মানুষের পাশে দাঁড়ানোর জন্য।