
যুক্তরাষ্ট্রে স্ত্রী-সন্তানদের সাথে দেখা করার জন্য গেল ২৪ জুন মেয়র নাদের বখতে্র যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা ছিল। কিন্তু স্মরণকালের ভয়াবহ টানা বন্যার কারণে তিনি সফর বাতিল করে ভয়াবহ বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ান। নিজে অভুক্ত থেকে অভুক্ত বানভানীদের মাঝে ক্লান্তিহীন খাবার বিতরণ করেন তিনি। মেয়র নাদের বখতে্র বন্যাকালীণ সময়ের খাদ্য সহায়তা ও নগদ অর্থ বিতরণের চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পরে। সে সময় সকল নাগরিক বৃন্দ মেয়রের কার্যক্রমের ভূঁয়সী প্রশংসা করেন।উল্লেখ্য নির্বাচিত হওয়ার চার বছর পর সুনামগঞ্জ পৌরসভার জননন্দিত মেয়র নাদের বখতের এটিই ছিল প্রথম যুক্তরাষ্ট্র সফর।
পঠিত : 58