
জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় তাওহীদ বাবার সাথে খাসিয়ামারা নদীতে যায় বাবা নৌকা বাঁধতে ব্যস্ত হলে সে বাবার চোখ ফাঁকি দিয়ে নদীর ঘাটে থাকা তাদের নিজের নৌকায় উঠতে গিয়ে পানিতে পড়ে যায়।এসময় পাশের বাড়ীর লোকজন নৌকা থেকে পড়তে দেখে চিৎকার দিলে আশেপাশের লোকজন এসে তাকে উদ্ধার করতে সাথে সাথে নদীতে ঝাঁপিয়ে পড়েও তাওহীদকে পাওয়া যায়নি। সন্ধ্যা থেকে অদ্যাবধি পরিবার পরিজন খোঁজাখুঁজি করে তার কোনো সন্ধান মেলেনি।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ ( ওসি) দেবদুলাল ধর বিষয়টি নিশ্চিত করে বলেন ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।এখনো শিশুর খোঁজ পাওয়া যায়নি।
পঠিত : 135