সিলেটপোস্ট ডেস্ক::বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ, সিলেট জেলা ও মহানগর শাখার বার্ষিক
প্রতিনিধি সভা ২রা সেপ্টেম্বর শুক্রবার সকাল সাড়ে ১০টায় চৌহাট্টাস্থ ভোলাগিরী আশ্রমে অনুষ্ঠিত হবে।
আসন্ন শারদীয় দুর্গা পূজা সুষ্ঠ, সুন্দর ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালনের লক্ষ্যে বার্ষিক
প্রতিনিধি সভায় বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হবে। সভায় সিলেট জেলা এবং মহানগর কার্যনির্বাহী কমিটির সকল নেতৃবৃন্দ, সিলেট জেলার সকল উপজেলা কমিটির নেতৃবৃন্দ, সিলেট মহানগরীর সকল থানা কমিটির নেতৃবৃন্দ ও সার্বজনীন পূজা কমিটির প্রতিনিধিবৃন্দসহ সুধীজনকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন
বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ, সিলেট জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোপীকা শ্যাম পুরকায়স্থ, সাধারন সম্পাদক এডভোকেট রঞ্জন ঘোষ ও সিলেট মহানগর শাখার সভাপতি সুব্রত দেব, সাধারন সম্পাদক রজত কান্তি গুপ্ত।