মীর শোয়েব আহমদ,জৈন্তাপুর প্রতিনিধি::জৈন্তাপুরে গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর মডেল থানা পুলিশ চেক পোষ্ট বসিয়ে গাড়ী তল্লাসী করে বিপুল পরিমান ভারতীয়
কসমেটিকস পণ্য আটক করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, ১ লা সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের মাধ্যমে জৈন্তাপুর থানা পুলিশ জানতে পায় জাফলং থেকে ছেড়ে আসা বালু ভর্ত্তি একটি ট্রাক ঢাকা মেট্রো-ট ২২-৭৫৯২ ভারতীয় অবৈধ কসমেটিকস পণ্য
নিয়ে সিলেটের উদ্যেশ্যে যাত্রা করেছে, এমন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর মডেল থানার পুলিশ অবস্থান নেয় সিলেট তামাবিল মহা-সড়কের কাটাগাং নামক স্থানে।
বিভিন্ন রকম গাড়ী তল্লাসির এক পর্যায় দুপুর ১২টায় বালুভর্তি ট্রাকটি আটক করা হয়। এসময় গাড়ীতে বালুর নিজে ৩১ বস্তা ভারতীয় বিভিন্ন রকম
কসমেটিকস পণ্য পাওয়া যায়। পুলিশ এসময় গাড়ী চালক সুজন মিয়া (২৭) কে আটক করে।
সে সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানার মুন্সিকুন্ডা কার্তিকপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে। পরে গাড়ী সহ কসমেটিক পণ্যগুলো থানায় নিয়ে আসা হয়।সংবাদ পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন কানাইঘাট সার্কেলের এএসপি আব্দুল করিম।
এব্যাপারে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর আহমদ বলেছেন আমরা সার্বক্ষনিক সীমান্তের চোরাচালান রোধে তৎপর। এরই আলোকে গোপন সংবাদের ভিত্তিতে আমাদের পুলিশ ফোর্স অভিযানে সফল হয়েছে। শুধু তাই নয়,
আমরা চেষ্টা করব আটককৃত এই পণ্যের মালিক কে আইনের আওতায় নিয়ে আসতে।