জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি::জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ গণহত্যা দিবস পালন করা হয়েছে।
এ উপলক্ষে আজ বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রানীগঞ্জ স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুস্পস্তবক অর্পণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ছদরুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি সুন্দর আলী, রানীগঞ্জ উচ্চ বিদালয়ের প্রধান শিক্ষক আব্দুস সামাদ, রানীগঞ্জ ও পাইলগাঁও ইউনিয়ন ভূমি উপ-সহকারী মোহাম্মদ মোস্তফা কামাল প্রমুখ।
এদিকে, দুপুরে রানীগঞ্জ শহীদ গাজী পাঠাগারে শহীদ গাজী ফাউন্ডেশনের উদ্যোগে শহীদদের স্বরণে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এছাড়াও রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের আয়োজনে একাত্তরের সকল শহীদের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।