সংবাদ শিরোনাম
সেনাসদস্যের মৃত্যুর ঘটনায় প্রধান প্রকৌশলীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা  » «   চিকনাগুল ইউপি’তে কথা কাটাকাটির জের ধরে ছেলের হাতে বৃদ্ধ পিতা খুন  » «   নগরভবনের ছাদ থেকে পাইপ পড়ে সেনাসদস্য নিহত  » «   সিলেট সিটি নির্বাচন::প্রার্থীরা কে কোন প্রতীক পেলেন  » «   সিলেট সিটি নির্বাচনে প্রতীক বরাদ্দের পর পরই আনুষ্ঠানিক প্রচার প্রচারণায় নেমেছেন প্রার্থীরা  » «   শাল্লার হবিবপুর গ্রামে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু  » «   সিলেটে গণপূর্তের উপ সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে মামলা  » «   কমলগঞ্জের শমসেরনগরে এসএসসি পরীক্ষার্থী ছুরিকাঘাতে আহত  » «   এরাবরাক নদীর উপর সেতু উদ্ধোধন-হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার কয়েক লক্ষ মানুষের স্বপ্ন পূরণ হলো  » «   সুনামগঞ্জের দোয়ারাবাজারে বজ্রপাতে কৃষকের মৃত্যু  » «   ওসমানীনগরের সাজুর লাশ দেশে আসছে রবিবারে  » «   যাদুকাটা নদীতে অবৈধ ড্রেজার মেশিনে বালু উত্তোলন বন্ধে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট অভিযোগ  » «   মামলার বিচার নিষ্পত্তিতে পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : সিনিয়র জেলা ও দায়রা জজ  » «   জৈন্তাপুরে চারিকাটায় “দি মেঘালয় চা-বাগানের” লীজ বাতিল করে স্থানীয় ভূমিহীনদের মধ্যে বন্দোবস্তের দাবী জানিয়ে মানববন্ধন   » «   জৈন্তাপুরে দীর্ঘ ৩৫ বছর পর প্রশাসনের সহযোগিতায় মসজিদের জায়গার সীমানা নিয়ে বিরোধ নিষ্পত্তি  » «  

নবীগঞ্জে সাংবাদিককে একদল অস্ত্রধারী সস্ত্রাসীরা কুপিয়ে আহত করেছে

বুলবুল আহমেদ, নবীগঞ্জ হবিগঞ্জ প্রতিনিধি:: ক্রাইমজুন হিসাবে ক্ষেত হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ৪নং দীঘলবাক ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত ইউপি সদস্য ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক শাহ সুলতান আহমেদর উপর মূখোশধারী সন্ত্রাসীদের হামলার ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানাজায়, গতকাল বুধবার (৩১ আগস্ট) রাত ৯টার দিকে ইউনিয়ন পরিষদের কাজ শেষে বাড়ী ফেরার পথি মধ্যে নিজ গ্রাম দাউদপুর নামক স্থানের উচু ব্রিজে থেকে রাস্তায় নামা মাত্রই পিছন দিক দিয়ে একদল মুখোশধারি সন্ত্রাসীরা পূর্ব থেকে দেশীয় অস্ত্র দা, রামদা ও লাটি দিয়ে মাথায় বেধরক মারপিট করার কারণে গুরুতর আঘাতে
সাংবাদিক শাহ সুলতান মাটিতে অজ্ঞান হয়ে পড়ে যায়। এতে তার দম বন্ধ হয়ে আসলে সন্ত্রাসীরা মৃত ভেবে তাকে ফেলে পালিয়ে যায়। পথিমধ্যে লোকজন ঐ রাস্তা দিয়ে যাওয়া আসার সময় দেখতে পান অজ্ঞান অবস্থায় সাংবাদিক শাহ সুলতান হাউমাউ করছে। এটা দেখে স্থানীয়রা চিৎকার দিলে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে তার মাথায় অসংখ্য সেলাই রয়েছে। এ খবর পেয়ে নবীগঞ্জের কর্মরত প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অন লাইন সাংবাদিক সহ নবীগঞ্জ থানার ওসি মোঃ ডালিম আহমদ সহ বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীরাও তাকে দেখতে হাসপাতালে
যান।
এ ব্যাপারে স্থানীয়রা ধারনা করছেন সন্ত্রাসীরা পুর্বপরিকল্পিত ভাবে প্রাণে হত্যার উদ্দেশ্যে তার উপর এ হামলা চালিয়েছে কোন প্রভাবশালী মহল।
এ ঘটনায় নবীগঞ্জের সাংবাদিকদের মধ্যে নানান আতংক বিরাজ করছে। উক্ত সন্ত্রাসী হামলায় জাতীয় অন লাইন অন্তর্ভুক্ত নবীগঞ্জ অন লাইন প্রেসক্লাবের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। এবং প্রশাসনের প্রতি জোর দাবী জানানো হচ্ছে যে অপরাধীদের চিহ্নিত করে অনতিবিলম্বে তাদেরকে আইনের আওতায় না আনলে ঐ এলাকায় আরো বড় ধরনের সংঘর্ষ হওয়া আশংখা দেখা দিতে পারে।

এ দিকে, আহতের পরিবারে পক্ষ থেকে এ ঘটনার প্রকৃত আসামীদের ধরতে প্রশাসনের সহযোগীতা কামনা করছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন

সর্বশেষ সংবাদ

Developed by:

.