সিলেটপোস্ট ডেস্ক::জাতীয় পার্টি সিলেট মহানগর কমিটির ৪২টি ওয়ার্ডের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকাল ১১টায় শীবগঞ্জস্থ শাকিল কমিউনিটি সেন্টারে এই সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন মহানগর জাপা নেতা মামুন রশীদ মামুন।
এসময় সভাপতির বক্তব্য রাখেন জাতীয় পার্টি মহানগর কমিটির আহবায়ক নজরুল ইসলাম বাবুল। সভাপতির বক্তব্যে তিনি বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের হাতকে শক্তিশালী ও বেগবান করতে হলে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। পল্লী বন্ধুর আদর্শ বাস্তবায়নে সিলেট মহানগর জাতীয় পার্টিকে আরো গতিশীল হতে হবে।
সদস্য সচিব আব্দুস শহীদ লশকর বশীর এর পরিচালনায় পরিচিতি সভায় বক্তব্য রাখেন মহানগর জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান বারাকাত, সাবেক যুগ্ম আহ্বায়ক আহমদ আলী, মহিলা বিষয়ক সম্পাদক রুনা বেগম, জেলা স্বেচ্ছাসেবক পার্টির সাবেক আহ্বায়ক আবুল কালাম তাপাদার, ছালিক আহমদ, রহমত আলী মাস্টার, সেলিম আহমদ, মানিক মিয়া, কিউ এম ফারুক, নুরুল আমিন, জাকারিয়া আহমদ জাক্কু, সুবেদ খান, আব্দুল আহাদ, আব্দুল মন্নান, জাকির হোসেন, ফজির আহমদ, রেজাউল করিম রাজা, সুমন আহমদ, আব্দুল মানিক, শামীম আহমদ, মারুফ আহমদ তালুকদার, এস এম হাসান খান, জুনেদ আহমদ, জুবের আহমদ, আবুল কালাম পারভেজ, আব্দাল হোসেন প্রমুখ সহ সকল ওয়ার্ডের আহ্বায়ক ও সদস্য সচিববৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি