হেলাল আহমদ বালাগঞ্জ প্রতিনিধি::বালাগঞ্জে বিশেষ অভিযান পরিচালনা করে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় ওসি রমা প্রসাদ চক্রবর্তীর নির্দেশে এসআই জহর লাল দত্ত ও আব্দুল আহাদের নেতৃত্বে উপজেলা সদরের রিফাতপুর গ্রাম থেকে একদল পুলিশ তাদেরকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে ২৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- রিফাতপুর গ্রামের মৃত ময়না মিয়ার পুত্র মো. জিতু মিয়া (৪৫) ও একই গ্রামের মৃত লিয়াকত আলীর পুত্র রমজান আলী (৫০)। শুক্রবার সকালে দুজনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ রমা প্রসাদ চক্রবর্তী জানান মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।