
শুক্রবার সন্ধ্যায় সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার লক্ষীপুর ইউনিয়নের লিয়াকতগঞ্জ বাজারে ইউনিয়ন আওয়ামলিীগের উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি আরও বলেন, স্বাধীনতার স্বপক্ষের এ সরকার যতবারই ক্ষমতায় এসেছে, ততবারই দেশে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। ‘উন্নয়নের রোল মডেল’ হিসাবে বাংলাদেশ আজ উন্নত বিশ্বে মাধা উঁচিয়ে দাঁড়িয়ে আছে। পক্ষান্তরে যতবারই বিএনপি ক্ষমতায় এসেছে, ততবারই দেশে দূর্ভিক্ষ, সন্ত্রাস আর নৈরাজ্য কায়েম করে দেশ তলাবিহীন ঝুঁড়িতে পরিণত হয়েছিল। পরবর্তীতে দেশবান্ধব এ সরকার ক্ষমতায় এসে দেশে শতভাগ বিদ্যুতায়ণ ও খাদ্যে স্বয়ংসম্পূর্ণসহ শিক্ষা, স্বাস্থ্য, আবাসন, যাতায়াত ও করোনা মোকাবেলাসহ সকল সেক্টরে অভূতপূর্ব উন্নয়ন করেছে। আজ এসব উর্ধমূখি উন্নয়নের স্রোতধারায় দিশেহারা হয়ে আবারও সরকারের বিরুদ্ধে শান্তিপূর্ণ কর্মসূচি পালনের নামে অপপ্রচার, ষড়যন্ত্র আর সন্ত্রাসের নৈরাজ্য সৃষ্টি করছে তারা। পরিশেষে প্রধান অতিথি শামীম আহমেদ চৌধুরী সুনামগঞ্জ-৫ আসনে নিজ দলীয় সংসদ সদস্যের কঠোর সমালোচনা করে বলেন, দলের তৃণমুল নেতাকর্মীর সাথে যার কোনো সম্পর্ক নেই, তাকে আর দেখতে চায়না নিপীড়িত জনতা। তাই আগামিতে এসব হাইব্রিড নেতাদের বাদ দিয়ে এ আসনে নতুন ও গ্রহনযোগ্য প্রার্থীকে মনোয়ন দিতে জনগনের পক্ষ থেকে জননেত্রী শেখ হাসিনার প্রতি আকুল আবেদন জানান তিনি।
জনসভায় লক্ষীপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি শফিকুল ইসলাম রতনের সভাপতিত্বে এবং মকছুদুল আলম মানিক ও ডাঃ আশাম উদ্দিনের সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন দোয়ারাবাজার উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ও দোহালিয়া ইউপি চেয়ারম্যান শামীমুল ইসলাম শামীম। সম্মানিত অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ও লক্ষীপুর ইউপি চেয়ারম্যান প্রভাষক জহিরুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছাতকের সিংচাপইড় ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন মো সাহেল, ছাতক সদর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, দোয়ারাবাজার উপজেলা আওয়ামীলীগের সদস্য শফিকুল ইসলাম আর্মি, উপজেলার আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম (আর্মি), বোগলা ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য হাবিবুর রহমান শেখ চান, মাহবুবুর রহমান হুমায়ুন, উপজেলার ছাত্রলীগের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগ নেতা আতাউর রহমান ছানী, ছাতক ডিগ্রী কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি রিয়াজ আহমেদ, দোয়ারাবাজার উপজেলা ছাত্রলীগ নেতা হুমায়ুন কবির, সমাজ সেবক মাহবুবুর রহমান হুমায়ুন প্রমুখ।
সভা শেষে লক্ষীপুর ইউনিয়নের অসহায় দরিদ্র ও বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন প্রধান অতিথি শামীম আহমদ চৌধুরী।