
অবৈধভাবে বালু উত্তোলন, হুমকির মুখে মৌলা নদীর ব্রিজ সংবাদ প্রকাশ করায় জাতীয় দৈনিক জাগরণ, দ্যা ডেইলি অবজারভার, দৈনিক শুভ প্রতিদিন পত্রিকার দোয়ারাবাজার প্রতিনিধি ও দৈনিক হাওরাঞ্চলে কথা পত্রিকার ষ্টাফ রিপোর্টার মোহাম্মদ আব্দুল মোতালিব ভূইয়া কে মুঠোফোনে হুমকি দেওয়া হয়েছে।
এ ঘটনায় শনিবার(৩ সেপ্টেম্বর) বিকেলে অভিযুক্ত ফজলু মিয়ার বিরুদ্ধে দোয়ারাবাজার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী সাংবাদিক।
দোয়ারাবাজার থানার ডিউটি অফিসার (এ এসআই)
নোমান আহমেদ সাধারণ ডায়েরিটির (নম্বার ১৩৪)
বিষয়টি নিশ্চিত করেন।
সাধারণ ডায়েরিতে মোহাম্মদ আব্দুল মোতালিব ভূইয়া উল্লেখ করেন,আমার পূর্বপরিচিত ফজলু মিয়া(২ সেপ্টেম্বর) রাত ৯টা ৪ মিনিটের সময় ০১৭৪৩৯৪৮৬১৫ নম্বর থেকে আমার ০১৭১৫১৭১৩১৭ নম্বরে কল করে গালাগাল করেন এবং আমাকে আমাকে দেখে নেওয়ার হুমকি এবং বিভিন্নরকম ভয়ভীতি প্রদান করেন তিনি।
এ বিষয়ে গণমাধ্যমকে মোতালিব ভূইয়া বলেন,ফজলু মিয়া দোয়ারাবাজারে অবৈধভাবে বালু উত্তোলন, হুমকির মুখে মৌলা নদীর ব্রিজ শিরোনামে সংবাদ প্রকাশ করায় আমাকে হুমকি দেওয়া হয়েছে।
পঠিত : 87