
সুনামগঞ্জের দোয়ারাবাজারে আব্দুল হক হত্যা মামলার প্রধান আসামি তেরাব আলী(৪২)কে ঢাকা জুরাইন হইতে র্যাবের-১০ এর সহযোগিতায় গ্রেফতার করেছে দোয়ারাবাজার থানা পুলিশ।
শুক্রবার বিকালে ঢাকার জুরাইন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
তেরাব আলী দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের দক্ষিণ শ্রীপুর গ্রামের মৃত ওয়াব আলীর ছেলে।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবদুলাল ধর সত্যতা নিশ্চিত করে জানান, ২০২২ সালের ২৩ই জুন দোয়ারাবাজার থানায় দায়ের হওয়া আব্দুল হক হত্যা মামলার প্রধান আসামি তেরাব আলী।উপজেলার নরসিংপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামের আব্দুল হককে হত্যা করেন তেরাব আলী ও তার সহযোগীরা। গ্রেফতার এড়াতে তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকালে র্যাবের-১০ তাকে গ্রেফতার করে দোয়ারাবাজার থানা পুলিশের নিকট হস্তান্তর করে। আসামীকে শনিবার সুনামগঞ্জ আদালতে প্রেরন করা হয়েছে।