সিলেটপোস্ট ডেস্ক::লড়াইয়ের শুরুতে ফিফটি হাঁকালেন বিরাট কোহলি। মাঝে অর্ধ-শতক ছিনিয়ে নিলেন মোহাম্মদ রিজওয়ান। সেঞ্চুরি পাননি কেউ। দুজনেই ফিরেছেন সাজঘরে। কোহলির চেয়ে ১১ রান বেশি তুলেছেন রিজওয়ান। লড়াইয়ের সমাপ্তিতে শেষ হাসিটা হাসলেন এ উইকেটরক্ষক-ব্যাটসম্যানই। ভারতকে ৫ উইকেটে হারিয়ে গ্রুপ পর্বের হারের শোধ তুললো পাকিস্তান। দুরন্ত জয়টা পেল তারা এক বল হাতে রেখেই।