সিলেটপোস্ট ডেস্ক::জকিগঞ্জ পৌর এলাকায় সন্ত্রাসী হামলায় গ্রাম ডাক্তার আব্দুর রহিম কে গুরুতর আহত অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়েছে। গতকাল (৪ সেপ্টেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটের সময় আল মজিদ শপিং কমপ্রেক্সে পূর্ব হতে ওৎপেত থাকা সন্ত্রাসীরা তাকে অতর্কিত হামলা চালিয়ে অস্ত্রেরমুখে জিম্মি করে একটি ঘরে নিয়ে মোটা অঙ্কের টাকা মোবাইল ও মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে মারাত্মকভাবে পিটিয়ে আহত করে পালিয়ে যায়। পরে পথচারীরা তাকে উদ্ধার করে জকিগঞ্জ হসপিটালে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাকে ওসমানী মেডিকেল প্রেরণ করেন। এদিকে স্বাধীনতা গ্রাম ডাক্তার কল্যাণ সোসাইটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গ্রাম ডাক্তার আব্দুর রহিমের উপর সন্ত্রাসী হামলায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।
বিবৃতি দাতারা হচ্ছেন স্বাধীনতা গ্রাম ডাক্তার কল্যাণ সোসাইটির কেন্দ্রীয় সভাপতি গ্রাম ডাক্তার জোবায়ের মোহাম্মদ খান আজাদ, সাধারণ সম্পাদক গ্রাম ডাক্তার সৈয়দ হাসান আহমদ ও কেন্দ্রীয় অর্থ সম্পাদক গ্রাম ডাক্তার হুমায়ূন কবির। বিজ্ঞপ্তি
বিবৃতিতে নেতৃবৃন্দ সন্রসীদেরকে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন।