সিলেটপোস্ট ডেস্ক::বাংলাদেশ সরকারী কর্মচারী সমন্বয় পরিষদ বিভাগীয় জেলা শাখা সিলেট এর কার্যকরী কমিটির মতবিনিময় সভা শনিবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৫টায় সমিতির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
পরিষদের সভাপতি আহসান উল্লা এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ইছমাইল মিয়া এর পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির মহাসচিব নিজাম উদ্দিন পাটওয়ারী। বক্তব্য রাখেন সহ সভাপতি হারিছ আলী, সহ-সভাপতি আব্দুল কাদির, মাহববুর রহমান, পংকী মিয়া, আব্দুল মতিন, সাংগঠনিক সম্পাদক শামীম, ১ম যুগ্ম-সাধারণ সম্পাদক লুৎফর রহমান, নির্বাহী সদস্য মোহাম্মদ আব্দুল আজিজ, নির্বাহী সদস্য মুসলেক, মসিউর রহমান, আবুল কালাম।
আগামী মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) বাংলাদেশ সরকারী কর্মচারী সমন্বয় পরিষদ এর ৩৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মহানগরীর সকল ইউনিট কমিটির নেতৃবৃন্দকে বিকেল ৪ টায় সমতির কার্যালয়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন পরিষদের সভাপতি আহসান উল্লা ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ইছমাইল মিয়া।
প্রধান অতিথি বক্তব্যে কেন্দ্রীয় কমিটির মহাসচিব নিজাম উদ্দিন পাটওয়ারী জাতির পিতার ১৯৭৩ ঘোষিত দশ গ্রেডে পে-স্কেল প্রদান, সমন্বিত নিয়োগ বিধিমালা প্রদান, আউট সোর্সিং বাতিল এবং ১৯৭৩ সালে ঘোষিত সচিবালয়ের ন্যায় সকল সুযোগ সুবিধা প্রদান সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।