সুনামগঞ্জ প্রতিনিধি::সুনামগঞ্জের তাহিরপুরে প্রায় ৫ হাজার কেজি ভারতীয় চোরাই কয়লা আটক করেছে বিজিবি।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকালে চারাগাঁও বিওপি’র জোয়ানরা অভিযান চালিয়ে উপজেলার সংসার হাওর (চুনখলা বিল) থেকে এসব ভারতীয় চোরাই কয়লা আটক করেন।
মঙ্গলবার বিকালে চারাগাঁও ক্যাম্প কমান্ডার মোহাম্মদ আবু বক্কর মোল্লা এ তথ্য নিশ্চিত করেন।