কুলাউড়া প্রতিনিধি::বাংলাদেশ জাসদ মৌলভীবাজার জেলা শাখার কাউন্সিল ৩ সেপ্টেম্বর শনিবার মৌলভীবাজার পৌর মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কাউন্সিলের উদ্বোধন করেন প্রধান অতিথি বাংলাদেশ কেন্দ্রীয় কার্যকরী কমিটির সভাপতি বীর
মুক্তিযোদ্ধা শরীফ নুরুল আম্বিয়া।
বাংলাদেশ জাসদ মৌলভীবাজার জেলার সভাপতি আ.স.ম সালেহ সুহেলের সভাপতিত্বে ও কাউন্সিল প্রস্তুতি পরিষদের যুগ্ম আহবায়ক হাসান আহমদ রাজার সঞ্চালনায় আলোচনাপর্বে প্রধান অতিথির বক্তব্যে শরীফ নুরুল আম্বিয়া বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে অবিলম্বে সকলপক্ষকে নিয়ে আগামী নির্বাচন করার বিষয়ে আলোচনা করার জন্য সরকারের প্রতি
আহবান জানান।
প্রধান অতিথি বাংলাদেশ জাসদের নেতাকর্মীদের আগামী ২৪ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য কেন্দ্রীয় কাউন্সিলের পর জনগণের দাবী নিয়ে রাজপথে থাকার আহবানও জানান।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটির সহ সভাপতি গিয়াস উদ্দিন আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক মনজুর আহমদ মনজু, স্থায়ী কমিটির সদস্য নাসিরুল হক নওয়াব। বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা
শাখার সাধারণ সম্পাদক মোঃ মইনুল ইসলাম শামীম, কাউন্সিল প্রস্তুতি পরিষদের
আহবায়ক আব্দুল আজিজ রুপম, কুলাউড়া উপজেলা বাংলাদেশ জাসদের সাধারণ
সম্পাদক ও কাউন্সিল প্রস্তুতি পরিষদের যুগ্ম আহবায়ক আব্দুল গফফার কায়ছুল,
সদর উপজেলা বাংলাদেশ জাসদের সভাপতি হারবি হেডেন প্রেনটিস অপু,সাধারণ সম্পাদক ও যুবজোটের কেন্দ্রীয় নেতা সুহেল সামাদ খান পলাশ,
বাংলাদেশের শ্রমিক জোটের কেন্দ্রীয় সহ সম্পাদক জ্ঞান শংকর গৌড়, কৃষক জোটের নেতা আলমগীর হোসেন, বাংলাদেশ যুবজোটের কেন্দ্রীয় সহ সভাপতি রেজওয়ান ভুইয়া সোহেল, বাংলাদেশ ছাত্রলীগ-বিসিএল কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রাহাত, সহ সভাপতি জাকির হোসেন খাঁন, ঢাকা বিশ^বিদ্যালয় শাখার সভাপতি মাহবুব হোসেন প্রমুখ। উদ্বোধন শেষে এক বর্ণাঢ্য র্যালী মৌলভীবাজার শহর প্রদক্ষিণ করে।
কাউন্সিলের ২য় অধিবেশনে উপস্থিত সকলের সম্মতিতে আসম সালেহ সোহেল সভাপতি ও মোঃ মইনুল ইসলাম শামীম সাধারণ সম্পাদক পুনরায় নির্বাচিত হন। পরবর্তীতে সভাপতি ও সম্পাদককে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার দায়িত্ব প্রদান করা হয়।