সিলেটপোস্ট ডেস্ক::সিলেট মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আসাদ উদ্দিন আহমদ বলেছেন, প্রযুক্তির উৎকর্ষের এই যুগে প্রতিনিয়ত মানুষকে নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে। বাংলা ভাষার পাশাপাশি ইংরেজি আমাদের জন্য অন্যতম ভাষা হয়ে দাঁড়িয়েছে। ইংরেজি শিক্ষার একুশ শতকের এই চ্যালেঞ্জে সিলেটবাসীকে এগিয়ে দেবে লেক্সিস। লেক্সিস দীর্ঘদিন থেকে শিক্ষার উদ্দেশ্যে সেবা প্রদান করে আসছে। নতুন শাখা ওপেনিংয়ের মাধ্যমে তাঁদের এই যাত্রা আরো সফল হয়ে উঠবে, এই প্রত্যাশা। ইংরেজি ভাষা শিক্ষা ট্রেনিং সেন্টার ‘লেক্সিস’ জিন্দাবাজার শাখার গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। আজ শুক্রবার (০৯ সেপ্টেম্বর) বিকালে জিন্দাবাজারস্থ এলিগ্যান্ট শপিং মলে লেক্সিসের নতুন শাখা ওপেনিং হয়। মিলাদ ও দোয়ার পরে ফিতা এবং কেক কেটে লেক্সিসের নতুন শাখার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের প্রধান পরিচালক অরিন্দম দত্ত চন্দন, সভাপতি মিশফাক আহমদ মিশু, স্কলার্সহোম শাহী ইদগাহ শাখার অধ্যক্ষ লে. কর্ণেল মুনীর আহমেদ কাদেরী (অব.), নাট্যজন শামসুল বাসিত শেরো, ব্রিটিশ কাউন্সিলের হেড মো. কফিল হোসেন চৌধুরী, সেল্টার প্রেসিডেন্ট খালেদ আহমদ চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট শওকত আরমান, সাধারণ সম্পাদক সুলতান আহমেদ, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য হোসাইন আহমদ সাগর, লেক্সিসের সিইও কামরুল হক জুয়েল, ডিরেক্টর এডমিনিস্ট্রেশন ফারজানা ফেরদৌস ও জিন্দাবাজার ব্রাঞ্চের হেড অব অপারেশন মেহেদী হাসান প্রমূখ।