বরিশাল সংবাদদাতা::বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলাধীন কাজির হাট থানার অর্ন্তগত ভাষানচর ছাদের মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক-কর্মচারী নিয়োগ বানিজ্যের অভিযোগ উঠেছে। জানাগেছে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন এবং অভিভাবক সদস্য আবুল বাশার দপ্তরি নিয়োগ বানিজ্যে মেতে উঠেছেন। ওই বিদ্যালয়ের প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক আঃ কাদের এর পুত্র আজমুল হোসেনকে ৭লাখ টাকার বিনিময়ে সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পায়তারা চলছে। আঃ কাদের ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির শিক্ষানুরাগী সদস্য এবং শিক্ষক-কর্মচারী বাছাই কমিটির সদস্য। পিতা আঃ কাদের বাছাই কমিটির সদস্য হলে তার পুত্র আজমুল হোসেন প্রার্থী হলে নিয়োগ পরীক্ষা কতটা স্বচ্ছ হবে তা সহযেই অনুমেয়। এ ছাড়া দপ্তরি পদে ম্যানেজিং কমিটির সদস্য আবুল বাশার দপ্তরী এর ভাগ্নে মেহেদি হাসানকে ৪ লাখ টাকার বিনিময়ে নিয়োগ দেয়ার পায়তারা চলছে। আয়া পদে হাফছা ও ফারজানা এর নিকট থেকে প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন ৩ লাখ টাকা করে নিয়ে তাদের দুজনের মধ্য থেকে যেকোন একজনকে নিয়োগ দেয়ার পায়তারা চলছে। প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন ইতোপূর্বে অর্থ বানিজ্যের মাধ্যমে নিয়োগ প্রাপ্ত হয়েছেন বলে জানা যায়। বরিশাল সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষক সাইফুল মাষ্টার ইতোপূর্বে ভাষানচর ছাদের মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ে কর্মরত ছিলেন। সে কারনে উক্ত সাইফুল মাষ্টার এর যোগাযোগীতে কাজিরহাট থানার প্রায় সকল বেসরকারী মাধ্যমিক বিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা বরিশাল সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। এসকল কারনে নিয়োগ বানিজ্য বাস্তবায়নে সহায়ক ভূমিকা পালন করে। এ সমস্ত অনিয়মের বিরুদ্ধে ভাষানচর গ্রামের মোঃ মজিবুর রহমান সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ করেছেন।