
গত শুক্রবার রাত ১০ টার দিকে আজিজুর রহমানের পালিত গাভী এক চোখ ও নাকবিহীন গরুর বাছুর জন্ম নেওয়ার খবরে চারদিকে হৈচৈ পড়ে যায়। আশপাশের উৎসুক জনতা বাছুরটিকে এক নজর দেখতে ভীর জমাচ্ছেন আজিজুর রহমানের বাড়িতে।প্রতিনিয়ত তার বাড়িতে ভিড় করছে উৎসুক জনতা। বাছুরটিকে দেখতে আসা লোকজন জানায় এর আগে তারা কখনও এমন বাছুর দেখেননি।
এমন ঘটনায় স্থানীয় পশু চিকিৎসকরা জানায়, আমরা এমন বাছুর জন্ম নেওয়ার কোন কারণ খুঁজে পাইনি। তারা আরও জানান, এমন ঘটনা বিরল এবং এর কারণ এই মুহূর্তে আমাদের জানা নেই।
আজিজুর রহমান জানান, শুক্রবার রাত ১০ টার দিকে বাছুরটি জন্ম নেয়। এখন বাছুরটি কিছুই খেতে পারেনা, ফিটার দিয়ে দুধ খাওয়ানোর চেষ্টা করছি পারতেছিনা ।
বিকলাঙ্গ এই গরুর বাছুরটি আসলে বেঁচে থাকতে পারবে কিনা তা নিয়েও রয়েছে যথেষ্ট সংশয়।তবে বাচিয়ে রাখতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি।