ওসমানীনগর প্রতিনিধি::সিলেটের ওসমানীনগরে বিএনপির ৩ নেতাকে কারণ দর্শানোর নোটিশ প্রদান
করেছে সিলেট জেলা বিএনপি। জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী স্বাক্ষরিত ওসমানীনগর উপজেলা বিএনপির তিন নেতাকে পৃথক কারণ দর্শানোর নোটিশ প্রেরণ করা হয়। পৃথক শোকজপত্রের অনুলিপি উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছেও প্রেরন করা হয়েছে। নোটিশ প্রাপ্তির ৭ দিনের মধ্যে লিখিত ভাবে অভিযোগের কারণ দর্শানোর জন্য বলা হয়েছে।
শোকজ প্রাপ্তরা হলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও ওসমানীনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গয়াছ মিয়া, সহ-সভাপতি সাইস্ত মিয়া ও সাবেক উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সৈয়দ এনায়েত হোসেন।
জানা গেছে, বিগত ১১ এপ্রিল উপজেলার একটি কমিউনিটি সেন্টারে উপজেলা বিএনপির ব্যানারে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এছাড়া দলের শৃংখলা ভঙ্গ ও বিএনপির নেতৃবৃন্দের বিরুদ্ধে নেতিবাচক ও কুরুচিপূর্ণ বক্তব্য জনসম্মখে
প্রদান এবং উপজেলা বিএনপির কমিটি থাকা সত্বেও পাল্টা বিএনপির কমিটির ব্যানেরে সভার আহবান করায় কেন ব্যবস্থা নেয়া হবে না চিঠি পাওয়ার ৭ দিনের মধ্যে জেলা বিএনপির দায়িত্বশীলদের কাছে লিখিত জবাব দানের নির্দেশ দেয়া হয়।
জেলা বিএনরি সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী স্বাক্ষরিত ৫ সেপ্টেম্বর পৃথক শোকজ পত্র প্রেরণ করা হয়।