
শ্বশুর ছাতির আলী (৬০) কে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। আহত ছালেহা বেগম ছাতির আলীর ছেলে সোনাই মিয়ার স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল সাড়ে ১১টার দিকে নিজ বসতঘরে ঘুমন্ত পুত্রবধূ ছালেহাকে কুঁড়াল দিয়ে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে শ্বশুর ছাতির আলী। ঘটনার কারণ জানা যায়নি। তবে বৃদ্ধ ছাতির আলী দীর্ঘদিন ধরে মানসিক রোগে আক্রান্ত বলে স্থানীয়রা জানিয়েছেন। কিছুদিন আগে চাঁদা তুলে হতদরিদ্র ছাতির আলীকে প্রাথমিক চিকিৎসা করানো হয় বলেও তারা জানান।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ দেবদুলাল ধর ঘটনা নিশ্চিত করে বলেন আহত মহিলাকে চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়েছে। নির্যাতনকারী শ্বশুর ছাতির আলীকে আটক করে থানায় আনা হয়েছে। তদন্ত সাপেক্ষ আইনি ব্যবস্থা নেওয়া হবে।
পঠিত : 53