জৈন্তাপুর থেকে মীর শোয়েব আহমদ::জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জৈন্তিয়া ১৭ পরগনা সালিশ সমন্বয় কমিটির প্রাক্তন সভাপতি মরহুম সিরাজ উদ্দিন আহমদ ও নিজপাট ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মরহুম মো: আব্দুল্লাহ মেম্বার জৈন্তাপুরের উন্নয়নে অনেক অবদান রেখে গেছেন, জনগন তাদের অবদানের কথা আজীবন স্মরণ রাখবেন। প্রবীন দুই মুরব্বীর মৃত্যুতে জৈন্তাপুরে যে শুন্যতা সৃষ্টি হয়েছে তা সহজে পুরন হবার নয়।
বক্তারা মরহুম সিরাজ উদ্দিন আহমদ ও মরহুম মো: আব্দুল্লাহ মেম্বার সাহেব’র রুহের মাগফেরাত কামনা করে তাদের শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
গত ১৭ সেপ্টেম্বর শনিবার বিকেল ২ টায় জৈন্তাপুর উপজেলা সদরে জৈন্তাপুরী রাজ পরগনা আয়োজিত শোক সভা ও দোয়া মাহফিলে বক্তারা এসব কথা বলেন।
শোক সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন জৈন্তিয়া ১৭ পরগনা সালিশ সমন্বয় কমিটির অন্যতম সদস্য, সাবেক পাবলিক প্রসিকিউটর এডভোকেট এম নূরুল হক।
সভায় বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন, জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম লিয়াকত আলী, নিজপাট ইউপি চেয়ারম্যান মো: ইন্তাজ আলী, জৈন্তাপুর ইউপি চেয়ারম্যান ফখরুল ইসলাম, এডভোকেট আব্দুল আহাদ, দরবস্ত ইউপি চেয়ারম্যান বাহারুল আলম বাহার, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এনায়েত উল্লাহ, এখলাছুর রহমান, জৈন্তাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, জৈন্তাপুর প্রবাসী গ্রুপের নেতা ও মরহুম আব্দুল্লাহ মেম্বার’র পুত্র মো: তোফায়েল আহমদ, সাবেক ইউপি সদস্য মাহমুদ আলী।
নিজপাট ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক
মাস্টার আব্দুল জলিল’র পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন নিজপাট ইউপি’র সাবেক চেয়ারম্যান মো: ইয়াহিয়া, খরিলহাট মাদ্রাসার মুহতামিম মাওলানা আবু হানিফ, লামণীগ্রাম মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল জব্বার, জৈন্তাপুর বিয়াম ডা: কুদরত উল্লাহ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু সুফিয়ান বেলাল, হাজী মাহমুদ আলী, তাহির আলী কলাই, হাজী হোসাইন আহমদ ও হানিফ আহমদ প্রমূখ।
সভায় মেনাজাত পরিচালনা করেন হরিপুর মাদ্রাসার মুহতামিম মাওলানা হেলাল আহমদ।