সিলেটপোস্ট ডেস্ক::কুমিল্লায় বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বরকত উল্লাহ বুলু এবং তার স্ত্রীর উপর উপর আওয়ামীলীগের সন্ত্রাসী বাহিনীর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালি পংকী ও সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী।
শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃবিতে নেতৃবৃন্দ বলেন, আওয়ামীলীগ দেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। সিনিয়র রাজনীতিবীদ বরকত উল্লাহ বুলু সহ বিরোধী মতের নেতাকর্মীদের উপর নগ্ন হামলা পাকিস্তানী বাহিনীকেও হার মানিয়েছে। আমরা অভিলম্বে হামলার সাথে জড়িতদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাই।