জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি::সুনামগঞ্জের জগন্নাথপুরে চার মেয়ে সন্তান জন্ম দেওয়ায় স্বামীর নির্যাতনে গৃহবধূর বিষপানে আত্মহত্যার ঘটনায় ওই গৃহবধূর মায়ের দায়ের করা আত্মহত্যার প্ররোচনার মামলায় স্বামী সুমন মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত রোববার তাঁকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ওই গৃহবধূর মা মনু বেগম বাদী হয়ে মেয়ের জামাই ও ভাসুরকে আসামীকে আত্মহত্যার প্ররোচনার মামলা দায়ের করেন।গৃহবধূর স্বামীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, পরপর চার কন্যা সন্তান জন্ম দেওয়া শিপা বেগম ওপর স্বামী সুমন মিয়ার নির্যাতন শুরু হয়। এক পর্যায়ে নির্যাতন সইতে না পেরে গত শুক্রবার বিষপানে আত্মহত্যা করেন।