ওসমানীনগর প্রতিনিধি::সিলেটের ওসমানীনগর উপজেলা পরিষদের স্থগিতকৃত নির্বাচনের তফসিল ঘোষনা করছে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ ৬ অক্টোবর । রিটার্নিং অফিসার কতৃক মনোনয়ন পত্র বাছাই ১০ অক্টোবর।
প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ অক্টোবর এবং ভোট গ্রহন অনুষ্ঠিত হবে ২ নভেম্বর। গতকাল মঙ্গলবার (২০ সেপ্টম্বর) বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় থেকে এক পরিপত্রের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
ওসমানীনগর উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু লায়েছ দুলাল বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে ৬ জুন ওসমানীনগর উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।বন্যা পরিস্থিতি বিবেচনায় ২৬ জুন ওসমানীনগর উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত করা হয়েছিল।