
পারিবারিক সূত্রে জানা যায়, আব্দুল হালিম দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, কিডনি ও বার্ধক্যজনিত সমস্যায় ভোগছিলেন। আগামীকাল (২২ সেপ্টেম্বর) বৃহস্পতিবার বিকাল তিনটায় টেংরা হাইস্কুল মাঠে তাঁর নামাজের জানাজা অনুষ্ঠিত হবে।
এদিকে আব্দুল হালিম বীরপ্রতীকের মৃত্যুতে তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন সুনামগঞ্জ জেলা
আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয় সম্পাদক শামীম আহমদ চৌধুরী, দোয়ারাবাজার উপজেলা আওয়ামীলীগের আহবায়ক ফরিদ আহমেদ তারেক, যুগ্ম আহবায়ক ও দোহালিয়া ইউনিয়নের চেয়ারম্যান শামীমুল ইসলাম শামীম,উপজেলা স্বেচ্ছাসেবক লীগ আহবায়ক প্রভাষক ও লক্ষীপুর ইউনিয়নের চেয়ারম্যান জহিরুল ইসলাম, বাংলাবাজার ইউনিয়নের চেয়ারম্যান এম আবুল হোসাইন, দোয়ারাবাজার প্রেসক্লাব সভাপতি এম এ করিম লিলু ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, লক্ষীপুর ইউনিয়ন আ”লীগ সভাপতি শফিকুল ইসলাম রতন, সুরমা ইউনিয়ন আ”লীগ সভাপতি শফিকুল ইসলাম আর্মি প্রমুখ।
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত প্রকৌশলী আব্দুল হালিম ১৯৭১ সালে ছাত্রজীবনে মুক্তিযুদ্ধে যোগদান করেন। মুক্তিযুদ্ধে বীরত্বসূচক অবদানের জন্য তিনি বীর প্রতীক খেতাব প্রাপ্ত হয়েছিলেন। গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি আওয়ামীলীগ মনোনীত প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটে সুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।