সিলেটপোস্ট ডেস্ক::বিদ্যুৎ বিভাগের সাবেক কর্মকর্তা রুশন মিয়া (৭৫) বুধবার (২১সেপ্টেম্বর) ভোর ৬টার সময় দক্ষিণ সুরমার ২৭নং ওয়ার্ডের গোটাটিকরস্থ নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন।
মরহুমের জানাযা বুধবার বাদ আছর গোটাটিকর কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হয়। জানাযা পরে পঞ্চায়েতি কবরস্থানে তাঁকে দাফন করা হয়। জানাযাতে সামাজিক, রাজনৈতিক নেতৃবৃন্দসহ এলাকার বিপুল সংখ্যক মানুষ অংশ গ্রহন করেন।
রুশন মিয়া’র মৃত্যুতে গভীর শোক ও পরিবারের সমবেদনা জানিয়েছে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
বিদ্যুৎ বিভাগের সাবেক কর্মকর্তা প্রবীন মুরব্বি রুশন মিয়ার মৃতুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে গোটাটিকর ব্রার্দাস ক্লাবের সভাপতি সুমন আহমদ চৌধুরী ও সাধারণ সম্পাদক লিমন আহমদ, পালপুর কল্যাণ সংস্থার সভাপতি আব্দুল হাছিব, ২৭নং ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ, মহানগর বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক রোকসানা বেগম শাহনাজ, সদস্য মুর্শেদ আহমদ মুকুল, আকতার রশীদ চৌধুরী, আফজল উদ্দিন, আবুল কালাম, অভিযাত্রী কমিউনিটি ভলান্টিয়ার গ্রুপের সভাপতি ও দেশসেরা ভলান্টিয়ার আব্দুল্লাহ মোঃ আদিলসহ নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ মরহুম বার্তায় বলেন, “মরহুম রুশন মিয়া একজন প্রবীন মুরব্বি, পরোপকারি ও স্বজ্জন ব্যক্তি ছিলেন। আমরা তাহার রুহের মাগফেরাত কামনা করি। মহান আল্লাহপাক তাঁকে যেন জান্নাতের সর্বোচ্ছ স্থানে অধিষ্ঠিত করেন।”
উল্লেখ্য, গোটাটিকর ব্রাদার্স ক্লাবের সাবেক সহ সভাপতি, মহানগর ছাত্রদলের সাবেক সহ সভাপতি বর্তমান স্বেচ্ছাসেবক যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম এর পিতা ছিলেন মরহুম রুশন মিয়া।