সিলেটপোস্ট ডেস্ক::সাফ নারী চ্যাম্পিয়নশিপ জিতে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জন করে দেশে ফিরেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সদস্যরা। এতে আনন্দের জুয়ারে ভাসছে পুরো দেশ। চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী ফুটবল দলের ৮ ফুটবলার ময়মনসিংহ জেলার ধোবাউরড়া উপজেলার কলসিন্দুর গ্রামের। সেই ৮ ফুটবলারের পরিবারকে ৫০ হাজার টাকা করে মোট ৪ লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন ময়মনসিংহ।
বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুরে এ ঘোষণা দিয়েছেন ময়মনসিংহ জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক।
জেলা প্রশাসক এনামুল হক বলেন জেলা প্রশাসনের পক্ষ থেকে ৮ নারী ফুটবলারের পরিবার কে ফুলেল শুভেচছা ও মিষ্টিমুখ করিয়ে সংবর্ধনা দেওয়া হবে। একইসঙ্গে প্রত্যেক খেলোয়াড়ের পরিবারকে ৫০ হাজার টাকা করে মোট চার লাখ টাকা পুরস্কার দেওয়া হবে।
৮ ফুটবলার হলেন সানজিদা, মারিয়া মান্দা,শিউলি আজিম, মারজিয়া আক্তার,তহুরা, সাজেদা ও শামসুন্নাহার জুনিয়র।