
হাতে লেখা ফেস্টুন নিয়ে রাস্তাটি দ্রুত সংস্কারের দাবীতে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীসহ এলাকাবাসী ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ মানববন্ধনে অংশগ্রহন নেন।
আজ বৃহস্পতিবার দুপুরে জামালগঞ্জ উপজেলার জয়নগর সরদারপুর পয়েন্টে স্থানীয়দের উদ্যোগে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়।
আজিজুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন নিরাপদ সড়ক চাই সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মহিম তালুকদার, সেক্রেটারী আবু হানিফ, জেলা যুবদলের সাবেক আহবায়ক সামসুজ্জামান, মঈন উদ্দিন কলেজের প্রভাষক তৈয়বুর রহমান, দিলোয়ার হোসেন, ব্যবসায়ী আমিরুল ইসলাম, জয়নগর বাজার ব্যবসায়ী সমিতির সেক্রেকারী জুলহাস উদ্দিন,ব্যবসায়ী আকিকুল ইসলাম,কবি শহিদ মিয়া,তানভীর আহমদ, লিয়াকত আলী, আলী আহমদ বাবলু,কবির হোসেন প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, ভয়াবহ বন্যায় জামালগঞ্জ থেকে সুনামগঞ্জ জেলায় যাতায়াতের একমাত্র রাস্তা কাঠইর থেকে জামালগঞ্জ পর্যন্ত রাস্তার ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। রাস্তার এমন অবস্থা থাকায় যানচলাচলে বিঘ্ন ঘটছে, যেকোন সময় ঘটতে পারে বড় কোনো দূর্ঘটনা। রাস্তাটি দ্রুত সংস্কারের দাবী জানাই। অন্যথায় তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।