ওসমানীনগর প্রতিনিধি::সিলেট জেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত ২ নং ওয়ার্ড(বিশ্বনাথ-ওসমানীনগর-বালাগঞ্জ) সদস্য প্রার্থী শামীমা আক্তার ঝিনুর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শনিবার বিকাল ৫টার দিকে উপজেলার কাশিকাপন্থ নিজ বাসভবনে অনুষ্টিত সভায় সভাপতিত্ব করেন ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি নেফা মিয়া। শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক জাহেদ আহমদ সুমন এর পরিচালনায় এতে বক্তব্য রাখেন ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি নেফা মিয়া, সাংগঠনিক সম্পাদক ফেরদৌস খান,সদস্য মোস্তফা মিয়া,জুবায়ের আহমদ শাহিন, কাজি হেলাল, শাইস্তা আল রোমান, মাহবুব চৌধুরী, বাবর খান, আব্দুল খালিখ, খালিস মহিলা আ’লীগের সাধারণ সম্পাদক মুক্তা পারবিনসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।
এসময় বক্তারা বলেন প্রবীন রাজনৈতিক ব্যাক্তিত্ব মরহুম নুরুল হক মঞ্জুর সহধর্মিণী ও ওসমানীনগর উপজেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক শামীমা আক্তার ঝিনুকে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।