সংবাদ শিরোনাম
শাল্লার হবিবপুর গ্রামে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু  » «   সিলেটে গণপূর্তের উপ সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে মামলা  » «   কমলগঞ্জের শমসেরনগরে এসএসসি পরীক্ষার্থী ছুরিকাঘাতে আহত  » «   এরাবরাক নদীর উপর সেতু উদ্ধোধন-হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার কয়েক লক্ষ মানুষের স্বপ্ন পূরণ হলো  » «   সুনামগঞ্জের দোয়ারাবাজারে বজ্রপাতে কৃষকের মৃত্যু  » «   ওসমানীনগরের সাজুর লাশ দেশে আসছে রবিবারে  » «   যাদুকাটা নদীতে অবৈধ ড্রেজার মেশিনে বালু উত্তোলন বন্ধে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট অভিযোগ  » «   মামলার বিচার নিষ্পত্তিতে পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : সিনিয়র জেলা ও দায়রা জজ  » «   জৈন্তাপুরে চারিকাটায় “দি মেঘালয় চা-বাগানের” লীজ বাতিল করে স্থানীয় ভূমিহীনদের মধ্যে বন্দোবস্তের দাবী জানিয়ে মানববন্ধন   » «   জৈন্তাপুরে দীর্ঘ ৩৫ বছর পর প্রশাসনের সহযোগিতায় মসজিদের জায়গার সীমানা নিয়ে বিরোধ নিষ্পত্তি  » «   সিসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন আরিফুল হক চৌধুরী   » «   পর পুরুষের সাথে স্ত্রীর যুক্তরাজ্য যাওয়ার খবরে পর্তুগালে স্বামীর আত্মহত্যা  » «   সুনামগঞ্জের দোয়ারাবাজারে পাখির বাসা ভাঙতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক শিক্ষার্থীর মৃত্যু  » «   জৈন্তাপুরে সিলেট তামাবিল সড়কের কাটাগাং এলাকায় ভয়াবহ সড়ক দুঘর্টনায় ২জন নিহত, আহত ৩  » «   জৈন্তাপুর মডেল থানা কর্তৃক ১৪৮ পিস ইয়াবা সহ ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার”  » «  

মণিপুরি নটসংকির্তন

সিলেটেপোস্ট ডেস্ক:::সিলেটে রাজর্ষি ভাগ্যচন্দ্রের ২২৪ তম প্রয়াণতিথি মণিপুরি নৃত্যের আলাদা আকর্ষণ রয়েছে’ মণিপুরি নৃত্যের আলাদা আকর্ষণ এবং তাল লয় রয়েছে। যেগুলো সকলকেই আকৃষ্ট করে। বিশ^ সমাদৃত এ নৃত্য নিয়ে আরও গবেষণা প্রয়োজন। মণিপুরি নৃত্য চর্চার প্রয়োজন।

মণিপুরি নটসংকির্তন ও মহারাস লীলা প্রবর্তক রাজর্ষি ভাগ্যচন্দ্রের ২২৪ তম প্রায়ণতিথি উদযাপন উপলক্ষে সিলেটে দিন ব্যাপী আয়োজনে বক্তারা এসব কথা বলেছেন। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় সিলেট নগরীর মির্জাজাঙ্গাল মণিপুরি রাজবাড়ি শ্রী শ্রী মহাপ্রভু জিউ মন্ডপে স্বাগত
নৃত্যের মধ্য দিয়ে শুরু হওয়া উদযাপনে রাতে কুঞ্জরাসের মধ্য দিয়ে শেষ হয়।

‘একাডেমী ফর মণিপুরী কালচারাল এÐ আর্টস’ (এমকা) এবং ভারতের মণিপুর ইম্ফলের রাজর্ষি ভাগ্যচন্দ্র কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে দুটি
অধিবেশনে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, মণিপুরি মনোহর সাই সভা, থাং-তা (মণিপুরি মর্শাল আর্টস), নটসংকির্তন ও কুঞ্জরাস অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সিলেট মণিপুরী পঞ্চায়েত ও মণিপুরি রাজবাড়ির সার্বিক সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতা করে সিলেট সিটি
করপোরেশন।

অনুষ্ঠানে জানানো হয়, রাজর্ষি ভাগ্যচন্দ্র সর্বপ্রথম ১৭৭৯ খ্রিস্টাব্দের কার্তিক পূর্ণিমা তিথিতে স্বপ্নাদৃষ্ট হয়ে প্রভু গোবিন্দজী এর উদ্দেশ্যে ‘লাংথাবলে’ উনার সহধর্মিনী হীরাবতী (হীরামতি)-কে প্রধান গোপী, তাঁর কন্যা বীম্বাবতী (শিজ লাইয়োন্বী)-কে রাধা এবং নিজে মৃদঙ্গ বাজিয়ে রাসলীলা
প্রবর্তন করেছিলেন। মহারাজ ভাগ্যচন্দ্র ১৭৯৮ খ্রিষ্টাব্দে ইহলীলা ত্যাগ করে নিত্যলীলায় প্রবেশ করেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় এমকার শিল্পীদের স্বাগত নৃত্যের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানের উদ্বোধন করেন ভারতীয় সহকারী হাইকমিশন সিলেটের দ্বিতীয় সচিব শ্রী রাম প্রকাশ। এমকার সভাপতি অ. দিগেন সিংহ সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন এমকার সাধারণ সম্পাদক শান্তনা দেবী। অনুষ্ঠানে সত্যজিত সিংহ ও দিপিকা সিনহার যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান, ভারতের মণিপুরের প্যালেস কম্পাউন্ড মহারাজ কুমারী হেমামুঞ্জুরী দেবী, রাজর্ষি ভাগ্যচন্দ্র কালচারাল ফাউন্ডেশনের উপদেষ্টা ককচিংতাবম কুমার শর্মা, সিলেটের মনিপুরী পঞ্চায়েতের সাম্বাসা য়ু¤œাম পরিমল সিংহ, শ্রী শ্রী মহাপ্রভু জিউ মন্দিরের সেবায়েত
জি. অজিত শর্মা, রাজর্ষি ভাগ্যচন্দ্র কালচারাল ফাউন্ডেশনের ট্রেজারার তখেলম্বম ইরাবত সিংহ, রাজর্ষি ভাগ্যচন্দ্র কালচারাল ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা বি, আমুসানা শর্মা।

বিকেলে দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী, বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের ইউরোলজি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রমোদ রঞ্জন সিংহ, বাংলাদেশ মণিপুরি ছাত্র
সমিতির উপদেষ্টা উত্তম সিংহ জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিপামনি দেবী। অনুষ্ঠানে কিনোট উপস্থাপন করেন রাজর্ষি ভাগ্যচন্দ্র কালচারাল ফাউন্ডেশনের ট্রেজারার তখেলম্বম ইরাবত সিংহ।

সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন

সর্বশেষ সংবাদ

Developed by:

.