
গুরুতর আহত ১৫ জন তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।
৩০সে সেপ্টেম্বর শুক্রবার বিকেল সাড়ে ৫টায় উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সুলেমানপুর মাদ্রাসা খেলার মাঠে ইউনিয়নের পাঠাবুকা ও নোয়ানগর গ্রামের কাবাডি খেলার সময় দু’গ্রামের পক্ষদ্বয়ের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে এ সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে আহতরা তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। সংঘর্ষে পাঠাবুকা গ্রামের আহতরা হলেন, রকি(২৪),রাকিব(২৩),এমরান(২৫),মু জাহিদ(২৫),রুকন মিয়া(৩৫),হুমায়ুন ফরিদ (১১),সোহান(৮) ও নোয়ানগর গ্রামের আহতরা হলেন,রুহুল আমিন(৩৫),জামিরুল(২৫),সাজিবুল( ৩৫),রায়হান(২৫),নজির হোসেন(২৫),রাকিব(১৮),আক্তার(২২) ,সাইফুল(৩০)। আহতরা তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছে।
পঠিত : 82