সিলেটপোস্ট ডেস্ক::সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহানবী হযরত মুহাম্মদ (দঃ) আগমনে প্রবিত্র
ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে প্রতি বছরের ন্যায় সিলেটে জশ্নে জুলুছে র্যালী,মিলাদ ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
শত শত নবী প্রেমীদের নিয়ে বর্ণাঢ্য র্যালি নানা অনুষ্টানের আয়োজন করে বড়পীর আব্দুল কাদির জিলানী (রহ.) আত্মিক ত্বরিকাবাহী আওলাদে রাসূল সৈয়্যদ মোহাম্মদ তাহের শাহ (মা.জি.আ)‘র আদর্শবাদি অরাজনৈতিক সংগঠন গাউসিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া পরিষদ বাংলাদেশ।শুক্রবার বাদজুম্মা নগরীর সোবহানীঘাট কাঁচাবাজার
সংলগ্ন এলাকা থেকে মিনি ট্রাক ও মোটর সাইকেল যোগে জশ্নে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী (দঃ) র্যালী নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে হযরত
শাহজালাল (র.)’র মাজার প্রাঙ্গণে মিলাদ শেষে মুসলিম সাহিত্য সংসদের হল রুমে আলোচনা সভা ও আখেরী মুনাযাতের মাধ্যমে সমাপ্তি ঘটে।পৃথক পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথি ও দেশ ও মুসলিম উম্মার শান্তি কামনায় আখেরি মোনাযাত
পরিচালানা করেন হাফিজ ক্বারী মাওলানা গোলাম মোস্তফা মোহন কাদেরী।
র্যালী চলাকালে অংশ গ্রহনকারীদের ধ্ধনিতে পবিত্র কোরআন তেলাওয়াতের পাশাপাশি
মোস্তফা জানে রহমত পেঁ লাখো সালামসহ নাতে রাসুল,ক্বিয়াম ও জিকির-আছকারে মুখরিত হয়ে উঠেছিল গোটা সিলেট নগরী। আয়োজক সংগঠনের সভাপতি মুহাম্মদ ইলিয়াছ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ক্বারি মাওলানা
মনসুর আহমদ ও সাংগঠনিক সম্পাদক শিক্ষক ইসলাম উদ্দিন, মাওলানা উসমান আলীর যৌথ পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন,মাওলানা কবির হোসেন রেজা,বক্তব্য রাখেন সংগঠনের সহসভাপতি মো: তসলিম উদ্দিন চৌধুরী, মো: নিজাম উদ্দিন
বাবুল,সংগঠনের সদস্য কবির শিকদার, আব্দুস সুবহান ছানি, মো: মাসুদ মিয়া, মাছুম আহমদ চৌধুরী, সাজ্জাদ আহমদ। উপস্থিত ছিলেন, হুশিয়ার
আলী,মাওলানা আবুল বাশার, মাওলানা নাজিম উদ্দিন, সংগঠনের সদস্য এস এম সাদেক, শাহান আহমদ, ইমরান আহমদ,আব্দুর রহিম, মাছুম আহমদ,সুমন আহমদ,শাহজাহান আহমদ, তুরু মিয়া,বশির উদ্দিন, জাবেদ আহমদ,জাহেদ আহমদ,
ফখরুল ইসলাম রেজবী, সাইফুল আলম রেজবী,ইমরান আহমদ প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন,মহান আল্লাহ তা’আলা‘র দুনিয়াতে প্রেরিত সর্বোত্তম নিয়ামত হচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া-সাল্লাম। যার জীবন-কর্মে রয়েছে সমস্ত মানবজাতির জন্য সর্বোত্তম আদর্শে উত্তম কাজকর্ম ও মহৎ চরিত্র গঠনের বাস্তব নমুনা‘র পাশাপাশি ইহকাল ও পরকালের মুক্তি অর্জনের রাস্তা। যারা মহানবী (দঃ) এর আদর্শের বিরুদ্ধাচরণ করে তাদের বিপর্যয় অনিবার্যসহ স্পর্শ করবে যন্ত্রণাদায়ক শাস্তি।
মহানবী (দঃ) আগমনে সমস্ত পৃথিবিতে যে শান্তির বার্তা বয়ে ছিল তাঁরই অনুকরণে গাউসিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া পরিষদ বাংলাদেশ প্রতিষ্ঠাতা
কাল থেকে জশ্নে জুলছে ঈদ-এ মিলাদুন্নবী (দঃ) উদযাপন করে আসছে। এটা অব্যাহত রাখার পাশাপাশি প্রবিত্র রবিউল আওয়াল মাসে ঈদে মিলাদুন্নবী উদযাপনের মাধ্যমে সমস্ত মুসলিম জাতিকে মহান আল্লাহ ও রাসূল (সা:) সন্তুষ্টি অর্জনের তাওফিক দানের আশাবাদ করেন তারা। র্যালী ও সভায় গাউসিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া
পরিষদ বাংলাদেশের সিলেটের বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজনের উপস্থিতি ছিল লক্ষ্যনীয়।