
জানাগেছে, মঙ্গলবার ভোর সকালে নিহত রুবেল মিয়া সহ আরো কয়েকজন মিলে চোরাই পথে কয়লা সংগ্রহ করার জন্য টেকারঘাটের সীমান্তের ১২০০ এস পিলালের বুরুঙ্গাছড়া এলাকার পাহাড়ি ছড়া দিয়ে ২০০ শত গজ অভ্যন্তরে ভারত সীমান্তে অনু প্রবেশ করে কয়লা তুলতে থাকে তারা। এক পর্যায়ে কয়লার কোয়ারির গর্তে পড়ে যায় রুবেল ঘটনাস্থলেই মারা যায়। তার সাথে থাকা অপর কয়লা শ্রমিকেরা বাংলাদেশে ফিরে এসে তাদের পরিবারকে বিষয়টি জানানোর পর, মঙ্গলবার সকাল ৮ টায় নিহত রুবেলের পরিবারের লোকজন সহ স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে কোয়ারির গর্ত থেকে লাশ উদ্ধার করে বাংলাদেশে নিয়ে আসেন।
বিজিবি কোম্পানী কমান্ডার সুবেদার মুক্তার হোসেন বলেন, বিজিবি’র চোখ ফাঁকি দিয়ে চোরাই পথে কয়লা আনতে গিয়ে একজন মারা গেছেন শুনেছি।