সিলেটপোস্ট ডেস্ক::নগরীতে বেওয়ারিশ কুকুর নিধনের দাবী জানিয়েছে জাগো সিলেট আন্দোলন। মঙ্গলবার (৪ অক্টোবর) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে জাগো সিলেট আন্দোলন কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ এই দাবী জানান।
জাগো সিলেট আন্দোলন কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি আলাউদ্দিন আলো, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফি উদ্দিন রোকন এক যুক্ত বিবৃতিতে বলেন, নগরীতে দুপুর থেকে ভোর পর্যন্ত সর্বদাই ঘুরে বেড়ায় এসব বেওয়ারিশ কুকুর। পাড়া-মহল্লায় রাতে কর্মস্থল থেকে ফেরা মানুষ আক্রান্ত হচ্ছেন কুকুরের কামড়ে। আগে সিলেট সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ এসব বেওয়ারিশ কুকুর নিধনে অভিযান চালালেও এখন নিষেধাজ্ঞা থাকায় নিধন অভিযান বন্ধ রয়েছে। এতে করে বেওয়ারিশ কুকুরের উৎপাত মারাত্মকভাবে বেড়েছে। নেতৃবৃন্দ বলেন বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর থেকে জানা যায় যে, জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত কুকুরের কামড়ে আক্রান্ত ২৫২ জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। এ থেকে বোঝা যায় নগরীতে বেওয়ারিশ কুকুরের উৎপাত দিন দিন বেড়েই চলেছে। নেতৃবৃন্দ অবিলম্বে এসব বেওয়ারিশ কুকুর নিধনে কার্যকরি পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবী জানান। বিজ্ঞপ্তি