নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি::ঢাকা- সিলেট মহা সড়কের আউশকান্দিতে চুরি-ডাকাতির ফলে৷ এলাকার জুড়ে নানান আতংকে দিনাতিপাত করছেন ব্যবসায়ী সহ সাধারন মানুষ! কয়েকদিন পর পর মহা সড়কের পাশবর্তী আউশকান্দি হীরাগঞ্জ বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্টানে পাহারাদার থাকা সত্যেও রাতের বেলা ব্যবসায়ীদের দোকানের তালা ভেঙ্গে চুরি ও ডাকাতি করে মালামাল নিয়ে যাচ্ছে। এমন কি মোটরসাইকেল, অটোরিক্সা, সিএনজি, কৃষক/কৃষানীদের গৃহপালিত গরু, ছাগল, হাস, মুরুগ ও টিবওয়েল খুলে রাতের আধারে চুরি করে নিয়ে যাওয়ারও অভিযোগ পাওয়া গেছে।
দীর্ঘ ৩০ বছর ধরে মৌলভীবাজার জেলার ঘাটটিয়া গ্রামের ছাদ মিয়ার পুত্র সোহেল মিয়া (৪৬) আউশকান্দি মহা সড়কের পাশে সোহেল মকরস খুলে সুনামের সহিত ব্যবসা করে আসছে। এর মধ্যে সে পুরাতন গাড়ি মালিকদের কাছ থেকে ক্রয় করে তা মেরামত করে কখনও ডাইভিং শিখান। আবার দাম ধরে হলে অন্যের কাছে বিক্রয় করে আসছিলেন৷ এতে সে তার এই ইজ্ঞিনিয়ারিং এর পাশা পাশি জীবিকার তাগিদে নিজে নিজে কর্ম ব্যস্ততায় রয়েছে। এর মধ্যে কিছুদিন পূর্বে তিনি একটি কার ক্রয় করে গাড়ির বডি, ইঞ্জিল সহ গাড়িটি পুরো মেরামত করেন। এতে প্রতিদিনের মতো গত (৫ অক্টোবর) বুধবার রাত ১১টার দিকে দোকানের সামনে একটি কার নষ্ট ও অন্য কারটি নতুন দেখে ডাকাতরা তা নিয়ে যায় নবীগঞ্জ রোড দিয়ে৷ এতে তার প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানান৷ এতে গাড়ির মালিক বিভিন্ন স্থানে খোজাখুজি করে না পেয়ে অবশেষে নবীগঞ্জ থানায় গতকাল একটি সাধারণ ডায়রী করেছেন। এ ব্যাপারে সোহেল মিয়া প্রশাসনের সুদৃষ্টি কামনা করছেন। উক্ত ঘটনাটি এলাকায় জানাজানি হলে সকলের মধ্যেই ডাকাত আতংক বিরাজ করছে।