সিলেটপোস্ট ডেস্ক::বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট মহানগর শাখার সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম সৌরভকে গ্রেফতারের তীব্র নিন্দা মদন মোহন কলেজ ছাত্রদল নেতৃবৃন্দ।
শুক্রবার (৭ অক্টোবর) মদন মোহন কলেজে ছাত্রদলের আহ্বায়ক মোক্তার আহমদ মোক্তার ও সদস্য সচিব কে ও মকসুদুল করিম নিন্দা ও প্রতিবাদ জানান।
এক বিবৃতিতে ছাত্রদল নেতৃবৃন্দ বলেন, জাতীয়তাবাদী ও গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের নিবেদিত কর্মী মাহবুবুল আলম সৌরভকে গ্রেফতার ও হয়রানি গণতান্ত্রিক রীতিনীতির সম্পূর্ণ বরখেলাপ।
মাহবুবুল আলম সৌরভকে সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার বলেই তাকে গ্রেফতার করা হয়েছে। আমরা তার গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে মাহবুবুল আলম সৌরভ এর নিঃশর্ত মুক্তি দাবি জানাই।