জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি::সুনামগঞ্জের জগন্নাথপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে পীর মোহাম্মদ আজিম শাহ আল চিশতর উদ্যোগে বিশাল মুবারক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার দুপুরে ইকড়ছই জামেয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার মাঠ থেকে কয়েক হাজার আশিকে রাসূল বৃন্দের অংশগ্রহণে বিশাল এ মুবারক র্যালি বের হয়ে জগন্নাথপুর পৌর সদরের প্রধান সড়ক সমূহ প্রদক্ষিণ করে। পরে একই স্থানে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পীর মোহাম্মদ আজিম শাহ আল চিশতর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, মাওলানা মুহিবুর রহমান, আব্দুল কাইয়ুম, বদর উদ্দিন আল আমিন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মাওলানা বশির আহমদ, নজরুল ইসলাম, আলী আসগর, আব্দুল্লাহ আল মাসুদ, আনোয়ার হুসেন, হাফিজুর রহমান, হাফিজ ক্বারী মহি উদ্দিন জিহাদী, জগন্নাথপুর বাজার তদারক কমিটির সাধারণ সম্পাদক জাহির উদ্দিন, পৌর কাউন্সিলর সুহেল আহমদ, ব্যবসায়ী সালা উদ্দিন, ছালিক আহমদ, দিলদার হুসেন, মুন্না আহমদ সহ আশিকে রাসূল বৃন্দ।
পরে দেশ ও জাতির শান্তি কামনায় মুনাজাত করেন পীর মোহাম্মদ আজিম শাহ আল চিশত। শেষে শিরনি বিতরণ করা হয়।