সিলেটপোস্ট ডেস্ক::সিলেটের কাজিরবাজার মাদ্রাসা ছাত্র ৬ দিন নিখোঁজ রয়েছে। আত্মীয় স্বজনরা সম্ভব্য সকল স্থানে খোঁজা খুঁজির পর অবশেষে বৃহস্পতিবার (১৩ অক্টোবর) এসএমপির কোতোয়ালী থানায় সাধারণ ডায়রী করেছেন। ডায়েরী নং-১৩৩২, তারিখ-১৩-১০-২২ইং।
নিখোঁজ হওয়া মো. লিমন হোসেন (১২) সে নগরীর জিন্দাবাজারস্থ মিতালী ম্যানশনের বাসিন্দা আবুল বাশার এর পুত্র এবং জামেয়া মাদানিয়া ইসলামিয়া কাজিরবাজার মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র। জানা গেছে, গত ৮ অক্টোবর সকাল সাড়ে ৯টার দিকে মাদ্রাসায় যাওয়ার কথা বলে বাসা থেকে বের হলে লিমন হোসেন আর বাড়িতে ফিরে আসেনি।
পরে মাদ্রাসা ও আত্মীয় স্বজনরা সম্ভব্য সকল স্থানে খোঁজা খুঁজির পর তার সন্ধান না পেয়ে কোতোয়ালী থানায় সাধারণ ডায়েরী করেছেন নিখোঁজের পিতা আবুল বাশার।
কোনো সহৃদয়বান ব্যক্তি মাদ্রাসা পড়ুয়া এই ছেলেটির সন্ধান পেলে এই মোবাইল নম্বরে ০১৭২৮৫২০৯১৭-০৬৮১৪৪৭৫১৬ যোগাযোগ করতে অনুরোধ করেছেন সন্তান হারানো বাবা আবুল বাশার।